ডেস্ক রিপোর্ট

৩১ অক্টোবর ২০২৩, ৪:৪০ অপরাহ্ণ

লিটনের বিদায়ের পর মাহমুদউল্লাহর ফিফটি

আপডেট টাইম : অক্টোবর ৩১, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: শুরুর ধাক্কার পর লিটন-মাহমুদউল্লাহর জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। দারুণ এই জুটিতেই দলের স্কোর ছাড়ায় একশ। সম্ভাবনাময় জুটিটি ভেঙেছে লিটন দাসের বিদায়ে। ২০.৫ ওভারে ইফতিখার আহমেদের বল ঠিকমতো খেলতে পারেননি তিনি। বল লিডিং এজ হয়ে জমা পড়ে আগা সালমানের হাতে।

৫ রানের জন্য লিটনের ফিফটি পূরণ হয়নি। ৬৪ বলে ৬ চারে তিনি ৪৫ রানে থেমেছেন। তাতে ভাঙে ৭৯ রানের জুটি। তবে ফিফটি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ৬২ বলে ৫২ রান করে অপরাজিত আছেন তিনি।

২৩ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশ। সেই ধাক্কা সামাল দিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে লিটন-মাহমুদউল্লাহর পঞ্চাশ ছাড়ানো জুটিতে। ওপেনার লিটন শুরু থেকে প্রান্ত আগলে খেলছেন। তার সঙ্গী হয়ে ইনিংস মেরামত করছেন প্রমোশন পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ।

যে লক্ষ্যে শুরুতে সাকিব ব্যাটিং নিয়েছেন সেটির ছাপ রাখতে পারেননি ব্যাটাররা। পাওয়ার প্লেতেই দ্রুত সময়ে হারিয়েছে টপ অর্ডারের তিন উইকেট। শুরু থেকে শুধু প্রান্ত আগলে খেলছেন লিটন দাস। প্রমোশন পেয়ে তার সঙ্গী হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। তাতে পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৩৭।

ষষ্ঠ ওভারে প্রথমে আক্রমণে আসেন পেসার হারিস রউফ। এসেই লিটনের হাতে মার খেতে থাকেন তিনি। টানা দুই বলে হজম করেন বাউন্ডারি। পঞ্চম বলে নতুন নামা মুশফিকও বাউন্ডারি মারেন। কিন্তু ষষ্ঠ বলে ভুল করে বসেন অভিজ্ঞ ব্যাটার। চাপের মুহূর্তে অফস্টাম্পের বাইরের গুড লেংথের বলটি ঠিকমতো ব্লক করতে পারেননি। বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে রিজওয়ানের গ্লাভসে। মুশফিক ফিরেছেন ৫ রানে।

শুরুতে ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে আরও চাপে ফেলে দিয়েছেন শান্ত। তৃতীয় ওভারে শাহীনের চতুর্থ ডেলিভারিতে সহজ ক্যাচ তুলে দেন তিনি। উসামা সেটি হাতে জমাতে ভুল করেননি। তাতে ৪ রানে শেষ হয়েছে শান্তর ইনিংস। টুর্নামেন্টে শান্ত টানা ব্যর্থতার বৃত্তেই থাকলেন।

এই ম্যাচেও প্রত্যাশা পূরণ করতে পারেননি ওপেনার তানজিদ। শাহীনের চারটি বল ডট দিলেও পঞ্চম বলে হয়েছেন এলবিডাব্লিউ। ভেতরে ঢুকে পড়া বলে পরাস্ত হওয়ায় বল আঘাত করে তার প্যাডে। পাকিস্তানের আবেদনে আম্পায়ারও আঙুল তুলে দেন সরাসরি। তানজিদ রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি। ফিরেছেন রানের খাতা না খুলে। তানজিদের উইকেট নিয়েই ওয়ানডেতে শততম উইকেট পূরণ করেছেন শাহীন।

বিশ্বকাপে টানা ৫ হারে শোচনীয় অবস্থা বাংলাদেশের। একই দশা পাকিস্তানেরও। তারা হেরেছে টানা ৪ ম্যাচ। তবে সাকিবদের অবস্থা আরও করুণ। সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে তো গেছেই। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনাই এখন হুমকির মুখে। সেই সম্ভাবনা টিকিয়ে রাখতে পয়েন্ট টেবিলের সাতে থাকতে হবে তাদের। অপর দিকে পাকিস্তানের সেমিফাইনালের সম্ভাবনা টিকে আছে যদি-কিন্তু ওপরে। ফলে ম্যাচটির গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। কলকাতায় এমন ম্যাচে বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিয়েছে।

ইডেন গার্ডেন্সে টসের সময় পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, তিনিও শুরুতে ব্যাট করতে চাইতেন। সাকিব বলেছেন, পিচ দেখে শুষ্ক মনে হয়েছে তার কাছে। তাছাড়া আরও মন্তব্য করেছেন, এখন তাদের হারানোর কিছুই নেই।

একাদশে কারা

বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। শেখ মেহেদীর বদলে এসেছেন তাওহীদ হৃদয়। পাকিস্তান একাদশে প্রত্যাশিত পরিবর্তন এসেছে তিনটি। বাদ পড়েছেন ইমাম, শাদাব ও নওয়াজ। এসেছেন ফখর, সালমান আলী ও উসামা মির।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহীন আফ্রিদি, উসামা মির, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২৭ওভারে ১১৭/৪ (মাহমুদউল্লাহ ৫২*, সাকিব আল হাসান ৬*; তানজিদ ০, নাজমুল শান্ত ৪, মুশফিক ৫, লিটন দাস ৪৫)

 

শেয়ার করুন