ডেস্ক রিপোর্ট

১৪ সেপ্টেম্বর ২০২৩, ৩:৩১ অপরাহ্ণ

বামজোট নির্বাচনে এলে মানিকগঞ্জ ২ আসনে প্রার্থী হবেন আবুল ইসলাম শিকদার

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ

শেয়ার করুন

শাহীনুর রহমান, মানিকগঞ্জ: বামপন্থী রাজনৈতিক দলের সর্ববৃহৎ জোট, বামগনতান্ত্রিক জোট যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় তবে মানিকগঞ্জ ২ আসনে আওয়ামীলীগ বিএনপির দ্বিদলের বিপরীতে লড়াই করবেন মানিকগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সাবেক অধ্যক্ষ কমরেড আবুল ইসলাম শিকদার।

বিষয়টি তিনি তাঁর ভেরিফাইড ফেসবুক আইডিতে নিশ্চিত করেছেন। এছাড়াও গনমাধ্যমে তিনি বলেন, আমার জোট বা দল দীর্ঘদিন ধরে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট ও ভাতের জন্য লড়াই করে যাচ্ছে,নির্বাচন কমিশন যদি আমাদের সকল দাবি মেনে তদারকি সরকারের অধীনে সংখ্যানুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা করে তবে সিপিবির হয়ে কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করব।

জানা যায় আবুল ইসলাম শিকদার ১৯৫৮ সালে হরিরামপুরের সুলতানপুর গ্রামে মধ্যবিত্ত স্বচ্ছল কৃষি পরিবারে জন্মগ্রহণ করেন।

তাঁর পিতার নাম আবদুর রহমান, শিকদার মাতার নাম হাজেরা খাতুন, দাদার নাম জৈনুদ্দিন শিকদার।চারভাই এক বোন।

সুলতানপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক,ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ( অনার্স -মাস্টার্স) রাষ্ট্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষ করেন।

১৯৮৪ সালে কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। এলাকায় দুটি কলেজ তৈরিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
একটি আদর্শ মহাবিদ্যালয় খাবাশপুর, মানিকগঞ্জ অন্যটি বিচারপতি নুরুল ইসলাম কলেজ, হরিরামপুর, মানিকগঞ্জ।

চাকুরি জীবনে তিনি প্রথমে প্রভাষক হিসেবে খাবাশপুর কলেজ ও এম,এ রউফ কলেজ, হরিরামপুর যোগদান করেন।এরপর ১৯৮৫সালের বিসিএসে উত্তীর্ণ হয়ে সরকারি কলেজে যোগদান করেন।বিভিন্ন সরকারি কলেজে চাকরি শেষে অধ্যক্ষ এবং অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

উল্লেখ যোগ্য কলেজের মধ্যে শেরপুর সরকারি কলেজ, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, সরকারি দেবেন্দ্র কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ, রাজবাড়ী সরকারি কলেজ,কুমুদিনী কলেজ, সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ ইত্যাদি।

অবসর কালে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে গোলাম মনির হোসেন মহিলা কলেজ, বংখুরী, মানিকগঞ্জ শিক্ষকতা করেন।

২০১৮ সালে আবার কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন, বর্তমান তিনি মানিকগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি।

এছাড়াও তিনি প্রতিষ্ঠাতা সভাপতি, দক্ষিণ মানিকগঞ্জ সাংস্কৃতিক গোষ্ঠীও উদীচী, মানিকগঞ্জ শাখার তিনবার সভাপতি ছিলেন।একাধারে তিনি মানিকগঞ্জ শিল্পকলা একাডেমির সদস্য ও সভাপতি, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মানিকগঞ্জ। এছাড়াও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, মানিকগঞ্জ শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।তিনি সুলতানপুর নবদিগন্ত উচ্চ বিদ্যালয় ও ভোরের আলো শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা।

শেয়ার করুন