ডেস্ক রিপোর্ট

১৩ আগস্ট ২০২৩, ১০:১৭ অপরাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধ সহ বিভিন্ন দাবিতে বরিশালে গণসংহতি আন্দোলনের মানববন্ধন

আপডেট টাইম : আগস্ট ১৩, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ

শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহন সহ জলাবদ্ধতা নিরসন, দখল ও দূষণে মৃতপ্রায় খালগুলো উদ্ধার ও পুনঃখনন, রাস্তাঘাট মেরামত, চুরি ছিনতাই প্রতিরোধে কর্যকর ব্যবস্থা নেয়ার দাবিতে আজ ১৩ আগষ্ট রবিবার সকাল ১০:৩০ মিনিটে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন করেন।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু’র সভাপতিত্বে ও গণসংহতি আন্দোলন জেলার সম্পাদকমন্ডলীর সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব।

নেতৃবৃন্দ বলেন, সারাদেশে ডেঙ্গু মহামারী রূপ ধারন করছে। বরিশালে ডেঙ্গু রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশাঙ্কা জনকভাবে বাড়ছে৷ কিন্তু সিটি করপোরেশনের মাঠ পর্যায়ে ডেঙ্গু মোকাবেলায় কোন উদ্যোগ নেই। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও শহরে এডিসের লার্ভা আছে কিনা সে ব্যাপারে এখনও অনুসন্ধান চালানো হয় নি। বরিশাল সিটি কর্পোরেশন ডেঙ্গু মোকাবেলায় সম্পূর্ণ ব্যার্থতার পরিচয় দিচ্ছে৷ অবহেলা জনিতকারনে সৃষ্ট জনদুর্ভোগ ও ডেঙ্গু আক্রান্ত হয়ে সকল মৃত্যুর দায় সিটি কর্পোরেশনকে নিতে হবে। অবিলম্বে এডিসের লার্ভা সনাক্তকরনে সকল ব্যবস্থা নিতে হবে। হাসপাতালে চিকিৎসা সেবার মান বাড়াতে হবে। সরকারি বেসরকারি সম্মিলিত প্রচেষ্টা দ্বারা ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কার্যকর ব্যবস্থা গ্রহন করতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, নদী বেষ্টিত শহর বরিশাল আজ জলাবদ্ধতার শহরে পরিনত হয়েছে। নগরীতে অপরিকল্পিত উন্নয়ন ও সিটি করপোরেশনের উদাসীনতার ফলস্বরুপ পয়োনিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ন ভেঙে পড়েছে৷ সামান্য বৃষ্টিতে সম্পূর্ণ নগীরতে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। কার্যকর পয়োনিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানি জমে নগীরর রাস্তাগুলোতে খানা খব্দ তৈরি হয়ে দীর্ঘমেয়াদি জনদূর্ভোগের আশাঙ্কা তৈরি হচ্ছে। দীর্ঘদিন ড্রেন, নালা ও ডোবায় পানি জমে থাকায় সর্বত্র মশার উৎপাত বৃদ্ধি পাচ্ছে। নগীরর দখলকৃত খাল উদ্ধারে কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে না। সিঙ্গাপুর মডেলের আধুনিক নগরী তৈরির স্বপ্ন দেখিয়ে বরিশাল সিটি কর্পোরেশনকে আজ মশা ও জলাবদ্ধতার নগরীতে পরিনত করা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, বরিশাল শহর ক্রমাগত অনিরাপদ হয়ে উঠছে৷ নগরীতে চোর, হাইজ্যাকের উৎপাত বৃদ্ধি পাচ্ছে।৷ বিভিন্ন পয়েন্টে একাধিকবার হাইজ্যাকের ঘটনা ঘটলেও নগরীর প্রাশাসন থেকে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না৷

 

শেয়ার করুন