ডেস্ক রিপোর্ট

৩ আগস্ট ২০২৩, ৯:৪২ অপরাহ্ণ

নূরের উপর হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা

আপডেট টাইম : আগস্ট ৩, ২০২৩ ৯:৪২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: গণঅধিকার পরিষদ(একাংশ) এর সভাপতি নূরুল হক নূর ও তার সহযোগিদের উপর ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণঅধিকার পরিষদ(একাংশ) এর সভাপতি নূরুল হক নূর ও তার সহযোগিদের উপর ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের হামলা -আক্রমন ও নুরুল হক নূরকে মারাত্মকভাবে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন এটা সরকারি দলের ছাত্র সংগঠনের গুণ্ডামি ছাড়া আর কিছু নয়।কোনানা ধরনের উসকানি ছাড়া বিরোধীদের উপর ছাত্রলীগের ধারাবাহিক হামলা – আক্রমণ বারবার প্রমান করছে যে, রাষ্ট্রীয় মদদে ছাত্রলীগ ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের পরিবর্তে এখন একটি দখলদার সন্ত্রাসী সংগঠনে অধঃপতিত হয়েছে।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ, এর আগের রাতে গোয়েন্দা বিভাগের সদস্যরা যেভাবে নূরুল হক নূরের বাসার দরজা ভেংগে প্রবেশ করেছে ও ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে গ্রেফতার করেছে তা রাষ্ট্রীয় সন্ত্রাসের আর এক নমুনা। দেশের প্রচলিত কোন আইন এইসব তৎপরতাকে অনুমোদন করেনা।

বিবৃতিতে তিনি অবিলম্বে নূরুল হক নুরের উপর হামলাকারী ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

একইসাথে তিনি নূরুল হক নূরের বাসায় বলপূর্বক প্রবেশের পরিপূর্ণ আইনানুগ ব্যাখ্যা দাবি করে। তিনি এই ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতেও সবার প্রতি আহবান জানান।

শেয়ার করুন