ডেস্ক রিপোর্ট
২১ জুন ২০২৩, ৯:৩০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৮নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জগদীশ চন্দ্র দাশ। যিনি ট্রাক্টর প্রতীকে নির্বাচন করেছেন। এর আগে তিনি একাধিক মেয়াদে ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে দায়িত্ব পালন করেছেন।
ট্রাক্টর প্রতীকে প্রতীকে জগদীশ চন্দ্র দাশ পেয়েছেন ১৫১৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঝুুুড়ি প্রতীকে ইলিয়াছুর রহমান ইলিয়াস পেয়েছেন ১৪৪৬ ভোট। এই ওয়ার্ডে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
আজ সকাল ৮টা থেকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে সিলেটে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরুর আগে- সকাল ৭টা থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন ভোটাররা। ইভিএম-এ ভোট দেওয়া নিয়ে এক ধরণের কৌতুহল কাজ করে তরুণ ভোটারদের মধ্যে। বিপুল উৎসাহ-উদ্দীপনায় নারী-পুরুষ ভোটাররা ভোট দিতে শুরু করেন। প্রায় প্রতিটি কেন্দ্রে পুরুষদের চাইতে নারী ভোটারের ছিলো লাইন দীর্ঘ। তাদের মাঝেও ছিলো বিপুল উৎসাহ-উদ্দীপনা।