ডেস্ক রিপোর্ট

১৫ জুন ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ণ

বশেমুরবিপ্রবিতে ছাত্র গণমঞ্চ নেতার উপর হামলার নিন্দা জানিয়েছে ছাত্র ফ্রন্ট

আপডেট টাইম : জুন ১৫, ২০২৩ ১২:০৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র গণমঞ্চের কেন্দ্রীয় নেতা নিঘাত রৌদ্র এর উপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

আজ এক যুক্ত বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) সুস্মিতা মরিয়ম বলেন, মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের ক্রিকেট ম্যাচ চলাকালীন সময়ে ছাত্রলীগের কর্মী মেহেদী হাসান সুমনের নেতৃত্বে কয়েকজন নিঘাত রৌদ্রকে মাঠের মধ্যে ডেকে নিয়ে গিয়ে অতর্কিত হামলা চালায়। বশেমুরবিপ্রবি’র এই ঘটনা সারাদেশের ক্যাম্পাসগুলির অগণতান্ত্রিক অবস্থাকে ইঙ্গিত করে। ছাত্রলীগ অব্যাহত সন্ত্রাস, দমন-পীড়নের মধ্যে দিয়ে ভিন্ন মত ও দল দমনের যে কৌশলে লিপ্ত আছে তা গণতান্ত্রিক চেতনার সাথে সাংঘর্ষিক।

নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই ঘটনার বিচার দাবি করেছেন। একই সাথে সারাদেশে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার থেকে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশ নির্মাণের সংগ্রামে যুক্ত হওয়ার জন্য ছাত্রসমাজের প্রতি আহবান জানিয়েছেন।

শেয়ার করুন