ডেস্ক রিপোর্ট

৯ মে ২০২৩, ৯:৩৫ অপরাহ্ণ

শরিফুল-হাসানের তোপে চাপে আয়ারল্যান্ড

আপডেট টাইম : মে ৯, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: চেমসফোর্ডের পেসবান্ধব উইকেটে ইনিংসের প্রথম বল থেকেই আক্রমনাত্মক বোলিং করেছেন হাসান মাহমুদ। তবে উইকেটের দেখা পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে ১২ বল। নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে ফুল লেন্থে করা বলে ব্যাট চালিয়ে বোকা বনে যান অ্যান্ডি বার্লর্বিনি। শরিফুলের ইনসুইংয়ে পরাস্ত হয়ে বোল্ড হয়েছেন ৫ রান করা বার্লর্বিনি।

৫ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৭ রান। ধোহেনি উইকেটে আছেন ৭ রান নিয়ে, অপর অপরাজিত ব্যাটার ট্যাক্টরের সংগ্রহ ০ রান।

এর আগে মাঝারি মানের লক্ষ্য তাড়ায় ধীরগতির শুরু করেন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও স্টিফেন ডোহেনি। তবে ইনিংসের প্রথম ওভারেই দারুণ সুযোগ তৈরী করেছিলেন হাসান মাহমুদ। পঞ্চম বলটি ব্যাটে খেলতে পারেননি ডোহেনি, তার প্যাডে আঘাত হানে। তাতে হাসানের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দেন আম্পায়ার। কিন্তু এ যাত্রায় রিভিও নিয়ে বেঁচে যান ডোহেনি।

তবে আইরিশদের ওপেনিং জুটি ভাঙ্গতে খুব বেশি সময় লাগেনি বাংলাদেশি বোলারদের। চতুর্থ ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে গুডলেন্থে করেছিলেন শরিফুল, সেখানে কাট করতে গিয়ে ব্যাকওয়াড পয়েন্টে মিরাজের হাতে ধরা পড়েন স্টার্লিং। তার আগে ১-৫ রান এসেছে এই ওপেনারের ব্যাট থেকে।

চেমসফোর্ডে টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন মুশফিক। ৬১ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার লিটল।

শেয়ার করুন