ডেস্ক রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৩, ১০:৩৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বগুড়া জেলা শাখা আহবায়ক কমরেড অ্যাড. সাইফুল ইসলাম পল্টু ও সদস্যসচিব অ্যাড. দিলরুবা নূরী এক যৌথ বিবৃতিতে বগুড়ায় আইন-শৃংঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ঘটনায় উদ্বিগ্নতা প্রকাশ করেছেন এবং অবিলম্বে বগুড়ার নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে বগুড়ার আইন-শৃংঙ্খলা পরিস্থিতি উন্নতি ও অপরাধীদের দ্রুত গ্রেফতার নিশ্চিত করতে আইন-শৃংঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গত ২১ এপ্রিল দিবাগত রাতে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় বগুড়া সদর থানার সামনে সরকারি আজিজুল হক কলেজের সাবেক শিক্ষক অধ্যক্ষ রেজাউল করিম পান্নাকে ছুরিকাঘাত করে খুন এবং তার দু’দিন পর গত ২৩ এপ্রিল দিবাগত রাতে বগুড়া প্রধান পোস্ট অফিসের অফিস সহায়ক প্রফুল্ল আচার্য্য হত্যার ঘটনায় বগুড়ায় আইন-শৃংঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বিষয়টি বগুড়ায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। বগুড়ায় প্রতিমাসে প্রায় ৬/৭ টি খুনের ঘটনা ঘটছে। সেই সমস্ত ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার না হওয়ায় গত এক সপ্তাহে একদিকে থানার সামনে, অন্যদিকে জিরোপয়েন্টের মতো এই সমস্ত ভীতিজনক ঘটনা ঘটেছে।
নেতৃদ্বয় আইন-শৃংঙ্গলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন এবং অবিলম্বে বগুড়ার নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে বগুড়ার আইন-শৃংঙ্খলা পরিস্থিতি উন্নতি ও অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃস্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে জোর দাবি জানান।।