ডেস্ক রিপোর্ট

২২ এপ্রিল ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ণ

সেলিনা শেলীকে বরখাস্তের প্রতিবাদে গাজীপুরে সমাবেশে পুলিশি বাধা

আপডেট টাইম : এপ্রিল ২২, ২০২৩ ১২:৪৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: পুলিশি বাধায় গাজীপুরে শুক্রবার সকাল ১১ টায় চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যাপক কবি সেলিনা শেলীকে চাকরি থেকে বরখাস্ত করা এবং তার বিরুদ্ধে অপপ্রচার ও অপতৎপরতার নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র, গাজীপুর।

চারণ গাজীপুর শাখার সংগঠক গোলাম মাওলার সঞ্চালনায় চারণ গাজীপুর শাখার সমন্বয়ক মাধব চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাম্প্রতিক সময়ের প্রখ্যাত কথা সাহিত্যিক ও কবি রিপন বাসার, শ্রমিক নেতা আলামিন হাওলাদার শ্রাবণ, সংহতি বক্তব্য দেন উদীচী গাজীপুর জেলার কোষাধ্যক্ষ নাদিম মোড়ল, একরামুল হক জিহাদ।
মানববন্ধনে বক্তারা বলেন যে, কবি সেলিনা শেলি ফেসবুকে ওই বক্তব্য প্রত্যাহার এবং দুঃখ প্রকাশ করার পরও একটি গোষ্ঠী এ নিয়ে সমস্যা করে যাচ্ছে।

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা নিয়ে আইনজীবীর নোটিশ, হাইকোর্টে রিটসহ নানা প্রেক্ষাপটে তিনি সম্প্রতি ফেসবুকে নিজের অবস্থান তুলে ধরে মঙ্গল শব্দকে ‘হিন্দুয়ানি’ হিসেবে উল্লেখ করার বিরোধিতা করেন। একই প্রসঙ্গে তিনি ‘রামাদান’ শব্দটি উল্লেখ করে নিজের মতামত ব্যক্ত করেন। এরপর থেকে সেলিনা আক্তার শেলীকে ওই পোস্টে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি বিকৃত করে আক্রমণাত্মক পোস্ট দেওয়া শুরু হয়।

শেষ পর্যন্ত কবি সেলিনা শেলীকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়। আমরা এ হেন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং কবি সেলিনা শেলীকে পুনরায় চাকরিতে ফিরিয়ে আনা, ডিজিটাল নিরাপত্তার নামে কালো আইন বাতিল, ভাত-কাপড়ের স্বাধীনতা, কলমের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতার দাবি জানাচ্ছি।

সব শেষে সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, একটা ভাষাকে সমৃদ্ধ করতে হলে বিভিন্ন ভাষার নিকট হতে শব্দ নিতে হবে। তাই বলে ভাষাকে হিন্দুয়ানী কিংবা মুসলমানীর মধ্যে ফেলে আলাদা করার যো নেই। আরবি, ফারসি, ফরাসি, হিন্দি, ইংরেজি, পর্তুগিজ, ডাচ্ সব ভাষার শব্দ নিয়েই বাংলা ভাষার সমৃদ্ধ শব্দ ভাণ্ডার। আর এখানে ধর্মীয় দৃষ্টিকোণ বিবেচনায় আলাদা করা যুক্তি সংগত নয়।

কবি নজরুল যেমন তাঁর ‘বিদ্রোহী’ কবিতা আরবি-ফারসি শব্দ ব্যবহার করেছেন তেমনি সংস্কৃত শব্দও ব্যবহার করেছেন। তাই আমাদের উচিৎ ভাষাকে কাঁটাতার কিংবা ধর্মীয় বেড়াজালে আবদ্ধ না রেখে সবার জন্য উন্মুক্ত করে দেয়া।

শেয়ার করুন