ডেস্ক রিপোর্ট

১৬ এপ্রিল ২০২৩, ৭:২৪ অপরাহ্ণ

সিলেটের মাটিতে কোনো নীলনকশা হতে দেওয়া যাবে না: আরিফুল হক

আপডেট টাইম : এপ্রিল ১৬, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সিলেটের মাটিতে কোনো নীলনকশা হতে দেওয়া যাবে না উল্লেখ করে মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর পুণ্যভূমিতে অন্যায় করে কেউ কখনো সফল হয়নি, হবেও না। তাই ঈদের পর জনগণকে নিয়ে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করবো।

রোববার (১৬ এপ্রিল) যুক্তরাজ্য থেকে দুপুরে ঢাকা হয়ে দুপুর আড়াইটার দিকে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটে আসেন। এরপর নেতাকর্মীদের নিয়ে বিশাল গাড়িবহরের মাধ্যমে তিনি নিজ বাসা কুমারপাড়ায় পৌঁছে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আসন্ন ঈদের পর সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের জনগণের সঙ্গে বৈঠক করে নির্বাচনের বিষয়ে আলোচনা করবো। তখন এ বিষয়ে সুস্পষ্ট মতামত ব্যক্ত করবো। জনগণকে নিয়ে সিদ্ধান্ত হবে নির্বাচনে যাব কি না?

মেয়র আরিফ বলেন, অসুস্থ শরীর নিয়ে লন্ডনে গিয়েছিলাম। এখন সুস্থ হয়ে ফিরে এসেছি। আপনারা অনেক উৎকণ্ঠায় আছেন। সিলেটের জনগণের প্রতি বিএনপির পূর্ণ বিশ্বাস রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি সব সময় ন্যায়সঙ্গত কাজ করে গেছে, ভবিষ্যতেও করবে। এই সরকারের যদি সুষ্ঠু নির্বাচনের সদিচ্ছা থাকত, তাহলে ইভিএম দিত না, যেখানে সারা দেশে ইভিএম বাতিল করা হয়েছে। এই ইভিএম দেওয়া হয়েছে কেবল পাঁচটি সিটিতে। এই ইভিএম পদ্ধতিতে আপনাদের ভোটের মূল্যায়ন থাকবে কি না, চিন্তা করে দেখবেন। আপনারা ভোট দেবেন, সেই ভোটের ফলাফল অন্য দিকে যোগ হবে। সেই পাতানো খেলায় আমরা যাব কি না, এ বিষয়ে নগরবাসীকে নিয়ে সিদ্ধান্ত নেব।

মেয়র বলেন, যুক্তরাজ্যে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি কি সিগন্যাল দিয়েছেন, তা অচিরেই আমি খোলাসা করবো।

এর আগে আজ রোববার সকালের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন মেয়র আরিফুল হক চৌধুরী। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করার কথা থাকলেও তা আর হয়ে উঠেনি।

শেয়ার করুন