ডেস্ক রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৩, ৯:৪৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সাংগ্রাই শোভাযাত্রা ও জলকেলি উৎসবের মাধ্যমে খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই উৎসব। বর্ণিল আয়োজনে উৎসবে মাতোয়ারা মারমারা। এই উৎসবের মধ্য দিয়ে পাহাড়ে শান্তি সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা আয়োজকদের।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০দিকে পানখাইয়া পাড়া মারমা উন্নয়ন সংসদ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে এসে জলকেলিতে সমবেত হয়।
পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের এই বর্ষবরণ উৎসব।
শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। সেখানে ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করেন মারমা শিল্পীরা। পুরাতন বছরের গ্লানি মুছে যাবে সাংগ্রাই মৈত্রীর জলে- এমন বিশ্বাস থেকে পানি খেলায় মেতে ওঠেন মারমারা।
এ সময় তরুণ-তরুণীরা সামনের দিনগুলোতে অনাবিল সুখ আর শান্তি কামনায় পানি খেলায় অংশ নেন। বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতেন মারমা তরুণ-তরুণীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, আজকের দিন থেকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করি। যাতে আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে খাগড়াছড়ির পার্বত্য অঞ্চলকে সুখে শান্তিতে ও সমৃদ্ধিতে রাখতে পারি। সকলের মুখে হাসি ফুটানোর জন্য একসঙ্গে কাজ করতে পারি।
উৎসব দেখতে আসে পর্যটকরা বলেন, উৎসব দেখে আমরা মুগ্ধ। এমন উৎসবগুলো আগে মিডিয়াতে দেখতাম এবার সরাসরি দেখলাম। খুবই ভালো লাগছে। এমন উৎসব সবার মনে স্থান করে নেবে।
উৎসবের রঙ পুরো পাহাড়ে ছড়িয়ে দিতে পুরো শহরে ঘুরে সাংগ্রাই শোভাযাত্রা। উৎসবের মধ্য দিয়ে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।
মারমা তরুণীরা বলেন, আমার প্রতি বছর অপেক্ষা করি এই দিনটার জন্য। এই দিনে আমরা জলকেলির মাধ্যমে পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিই। যাতে আমাদের পুরোনো বছরের সকল দুঃখ গ্লানি মুছে দিয়ে নতুন বছরে সুখে শান্তিতে থাকতে পারি। আমরা মানবজাতির কল্যাণের জন্য প্রার্থনা করি।