ডেস্ক রিপোর্ট
৮ এপ্রিল ২০২৩, ৬:৩০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রতিষ্ঠাতা ও মুক্তমনা লেখক প্রবীর ঘোষের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব রুমন ও সাধারণ সম্পাদক সুব্রত সরকার সংবাদপত্রে প্রকাশের জন্য এক যুক্ত বিবৃতিতে বলেন, কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে অক্লান্ত লড়াই লড়েছেন প্রবীর ঘোষ। বহু প্রচলিত কুসংস্কার, ভেল্কী বুজরুকিকে তিনি হাতে কলমে মিথ্যা প্রমাণ করে দেখিয়েছিলেন।
বিবৃতিতে বলেন, বিজ্ঞানমনষ্ক সমাজ গড়ার প্রত্যয়ে তিনি যে বই লিখে গেছেন, তা আজও গণতান্ত্রিক, মুক্তমনা বহু পাঠকদের কাছে সমাদৃত। ৭৮ বছরের কর্মচঞ্চল জীবনে তিনি আরও বহু মুক্তমনা মানুষ তৈরিতে ভূমিকা রেখে গেছেন। ৭৮ বছর বয়সে বার্ধক্যজনীত কারণে গতকাল ৭ এপ্রিল সকাল ১০:৩০টায় তিনি তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে তার লড়াই থেমে থাকবে না। কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ধর্মব্যবসার বিরুদ্ধে প্রবীর ঘোষের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান আমরা রাখছি আপামর জনগণের কাছে।