ডেস্ক রিপোর্ট
৭ এপ্রিল ২০২৩, ১০:৩২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: আওয়ামী লীগ যদি আর একটা নির্বাচন যেনতেনভাবে রাত বারোটায় করতে পারে তাহলে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, এই সরকারকে (শেখ হাসিনা) সরাতে হবে। আর এজন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প পথ নেই।
শুক্রবার (৭ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক প্রতিবাদ সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে সভার আয়োজন করে জিয়া প্রজন্মদল।
দুদু বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছরের মধ্যে শেখ মুজিবুর রহমান এবং শহীদ জিয়াউর রহমানের শাসনকাল ছিল স্বর্ণযুগ। বেগম খালেদা জিয়ার সময় ছিল তারচেয়ে উপরে। এখন চালের দাম ৬০ থেকে ৭০ টাকা, বেগম খালেদা জিয়ার সময় ছিল ১৪ থেকে ১৬ টাকা। সারের মূল্য এখন যা তার চেয়ে তিনগুণ কম ছিল। মানুষ তখন শান্তিতে ছিল। প্রথম আলোসহ কয়েকটি পত্রিকা গণতন্ত্রের নামে ওয়ান ইলেভেন নিয়ে এসেছিল। তার শিরোমণি ছিল শেখ হাসিনা। তাকে ক্ষমতায় আনার জন্য সেসব পত্রিকা কাজ করেছিল। সেই শেখ হাসিনা এখন প্রথম আলোর ওপর খড়গহস্ত। মাহফুজ আনামের ওপর খড়গহস্ত। অর্থাৎ অতীতে যে স্বর্ণযুগ আমরা পেয়েছি তা আমরা পদদলিত করেছি।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, যে খালেদা জিয়া ১৪ থেকে ১৬ টাকা ধরে চাল খাইয়েছে, তাকে প্রায় ৫ বছর ধরে বন্দি করে রেখেছে। আর যিনি ৬০ থেকে ৭০ টাকা ধরে চাল খাওয়াচ্ছে তাকে আমরা উন্নয়নের শিরোমণি বলি। বেগম জিয়ার আমলে ব্যাংক ডাকাতি হয়নি। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়নি। এ সরকারের আমলে হচ্ছে।
তিনি বলেন, কেউ এমনি এমনি জায়গা ছেড়ে দেয় না। ইয়াহিয়া খান, আইয়ুব খান, এরশাদ ক্ষমতা ছাড়েনি। বর্তমান কর্তৃত্ববাদী সরকার ক্ষমতা ছাড়বে এটা মনে করলে হবে না। এই কর্তৃত্ববোধ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হলে কঠোর আন্দোলন ছাড়া অন্য কোনো পথ নেই।
বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা জিয়াউর রহমানের আমলে দেশে এসেছেন। তার আগে তার বাবা-মা ভাই হত্যার শিকার হয়েছিল। জিয়াউর রহমান তাকে দেশে এনে তার সব সম্পত্তি তাকে দিয়েছে। শেখ হাসিনা বিএনপির আমলে সহিসালামতে দেশে এসেছেন এবং থেকেছেন। আর শেখ হাসিনার আমলে জিয়া পরিবার সহিসালামতে দূরে থাক, জেলখানা আর নির্বাসনে রয়েছে।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সংগঠনের মহাসচিব মো. সারোয়ার হোসেন রুবেল, যুগ্ম মহাসচিব সোমা প্রমুখ।