ডেস্ক রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ৩:৫৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: গত ১৬ই ফেব্রুয়ারী বুধবার জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল,বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার এ.কে.এম দাউদ এর জন্মদিন নগরীর একটি অভিজাত হোটেলে পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সোয়াল,সম্মিলিত নাট্য পরিষদ দিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত,কবি আয়েশা মুন্নী, সাংবাদিক উত্তম কাব্য সহ আরো অনেক গুণী ও বিশিষ্ট জনেরা।
অনুষ্ঠানের শুরুতে ডাক্তার দাউদ জন্মদিনের অনুষ্ঠানে আসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ডাক্তার দাউদ বাংলাদেশ ছায়াছবির সোনালি দিনের হারিয়ে যাওয়া গানগুলো গেয়ে শুনান।অনুষ্ঠানে আরো গান পরিবেশন করেন সংগীতশিল্পী রাখি।