ডেস্ক রিপোর্ট

২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২১ পূর্বাহ্ণ

ভাষা শহীদ দিবস উপলক্ষে বাম জোটের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১২:২১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে সকাল ৭:০০টায় পলাশী মোড়ে জমায়েত শেষে প্রভাত ফেরী করে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৮:০০টায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কমরেড শহীদুল ইসলাম সবুজ, বিপ্লবী কমউিনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, অধ্যাপক ডা. হারুন অর রশীদ, বাসদ নেতা খালেকুজ্জামান লিপন প্রমুখ।

শেয়ার করুন