ডেস্ক রিপোর্ট

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ণ

ছাত্রাবাসের দরজা ভেঙে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১২:৪৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরের অক্ট্রয় মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে ঘরের দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই শিক্ষার্থীর নাম এস এম আবদুল কাদির (শরিফ)। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। বাবার নাম মোখলেছুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, ছাত্রাবাসে এক শিক্ষার্থী দুপুর পর্যন্ত দরজা খুলছিলেন না। তাঁকে খবর দেওয়ার পর তিনি ওই ছাত্রাবাসে যান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে দরজা ভাঙা হয়। পরে বিছানার ওপর চিত হয়ে শুয়ে থাকা অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ওই ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল। ঘরে প্রবেশের আর কোনো পথ নেই। এ ঘটনায় তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।

ফলিত গণিত বিভাগের সভাপতি মো. আতিকুর রহমান বলেন, শরিফ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তাঁর পরিবার খুব বেশি সচ্ছল না। এটা তাঁদের কাছে স্বাভাবিক মৃত্যু বলে মনে হয়েছে।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, তিনি জানতে পেরেছেন, ওই ছাত্র গতকাল রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান। এরপর শনিবার দুপুর পর্যন্ত দরজা খোলেননি। দরজা অনেকক্ষণ বন্ধ থাকায় দুপুরে তাঁকে ডাকাডাকি করেন ছাত্রাবাসের অন্যরা। কিন্তু দরজা না খোলায় তাঁরা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাঁরা দরজা ভেঙে শরিফের লাশ উদ্ধার করেন। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন