ডেস্ক রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৩৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বিপিএলের প্রথম কোয়ালিফায়ার কী তাহলে খুব বেশি জমলো না? যদিও একটি ইনিংস এখনও বাকি। লো স্কোরিং ম্যাচও হতে পারে। আবার কুমিল্লা দাপটের সঙ্গে জিতেও যেতে পারে।
এতগুলো কথা লেখার মূল কারণ হচ্ছে, সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং। টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের সাঁড়াসি বোলিংয়ের সামনে ১৭.১ ওভারেই কেবল ১২৫ রানে অলআউট হয়ে গেছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স।
কুমিল্লার বোলারদের মধ্যে নির্দিষ্ট একজন ভালো বোলিং করেননি। সবাই গড়পড়তা ভালো বোলিং করেছেন। তানভির ইসলাম, আন্দ্রে রাসেল এবং মোস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মইন আলি, সুনিল নারিন এবং মুকিদুল ইসলাম মুগ্ধ।