ডেস্ক রিপোর্ট

৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের শীতবস্ত্র বিতরণ

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৩, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি: বিজ্ঞান আন্দোলন মঞ্চ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারী) নগরের বায়েজিদ এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ কমরেড আল কাদেরী জয়, সদস্য কমরেড হেলাল উদ্দিন কবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রায়হান উদ্দিন, চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক প্রীতম বড়ুয়া, বিজ্ঞান আন্দোলন মঞ্চ বায়জিদ থানা শাখার সংগঠক মোঃ সৌরভ, ফারহান আহমেদ ফাহিম, সবুজ আলম, আজিজুল ইসলাম, আয়েশা আক্তার।

শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, এই শীতের সময়ে অসহায় জনগণের পাশে সরকার ও জনপ্রতিনিধিদের থাকার কথা থাকলেও তারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত। তাদের দুর্নীতির ফলে ক্রমাগত দ্রব্যমূল্যের উর্ধ্বগতি জনজীবনে নাভিশ্বাস তুলছে। এই পরিস্থিতিতে সচেতন ছাত্রদের উদ্যোগে নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে চায়। বক্তারা আরো বলেন, সমাজে ধনী গরিব বৈষম্য বিরাজ করছে। এই বৈষম্য কৃত্রিম ভাবে তৈরি। একদল মানুষ যারা সংখ্যায় অল্প তারা সমাজের পরিচালক শক্তি অন্যদিকে বিরাট সংখ্যাক জনগণ তাঁদের দ্বারা নিষ্পেষিত হচ্ছে প্রতিনিয়ত। এ অবস্থা থেকে উত্তরণের সমাজের মানুষের প্রতি দায়িত্ব পালন করা ছাত্র যুব সমাজের প্রধান কর্তব্য।

শেয়ার করুন