ডেস্ক রিপোর্ট
৮ জানুয়ারি ২০২৩, ১০:২৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদ আগামীকাল ৯ জানুয়ারি ২০২৩ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের উচ্ছেদ, দুর্নীতি-লুটপাটের অবসান, গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা, বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা বন্ধ, নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
এ উপলক্ষে আগামীকাল ৯ জানুয়ারি বিকেল ৪টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ০৮ জানুয়ারি ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকালের বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য সারা দেশের বাম গণতান্ত্রিক জোটের শাখাগুলোর প্রতি আহবান জানিয়েছেন।
একই সাথে আগামীকাল বিকেল ৪টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিতব্য সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে সফল করার জন্য জোটের শরীক দলসমূহের নেতা কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের মুক্তিকামী জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।