ডেস্ক রিপোর্ট
২ জানুয়ারি ২০২৩, ১০:৪৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আজ (০২ জানুয়ারি, ২০২২) তারিখে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধি রোধ, জাতীয় শিক্ষাক্রম – ২০২০ বাতিলসহ কেন্দ্রঘোষিত ১৩ দফা দাবিতে সিলেটে গণতান্ত্রিক ছাত্র জোটের আহবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক ছাত্র জোট সিলেট জেলার সমণ্বয়ক এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট সিলেট নগরের সভাপতি সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক সাত্ত্বিক বন্দোপাধ্যায়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের আহবায়ক মনীষা ওয়াহিদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার সভাপতি বিশ্বজিৎ শীল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার নেতা হাসান বখত চৌধুরী কাওছার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট সিলেট জেলার সংগঠক সুমিত কান্তি পিনাক প্রমুখ।
সিলেট শহরের সিটি পয়েন্ট থেকে গণতান্ত্রিক ছাত্রজোটের ১৩ দফা দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এসে পৌছায়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান, শিক্ষার অধিকার, সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন ও জনজীবনের সমস্যা-সংকট নিরসনের লক্ষ্যে আন্দোলনের নতুন জোট গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে যেই নৈরাজ্য সৃষ্টি করেছে তার জবাব এদেশের মানুষ অতীতের মতোই রাজপথে দিবে। শিক্ষাঙ্গনসহ দেশের কোনো স্থানে বর্তমানে সুস্থ কোনো ব্যবস্থা বিদ্যমান নেই। গুটিকয়েক ক্ষমতালোভী অপশাসকের হাতে জিম্মি হয়ে আছে সারা দেশ। অবিলম্বে অবৈধ সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ফ্যাসিস্ট শাসনে কোনভাবেই এদেশের জনজীবন নিরাপদ নয়।”
বক্তারা আরো বলেন,”ইতিমধ্যেই কাগজ কলমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। এদিকে জানুয়ারি মাসেই পুনঃভর্তির নামে অতিরিক্ত টাকা আদায়ের পায়তারা করছে বিভিন্ন প্রতিষ্ঠান। কোন ধরণের মতামতের তোয়াক্কা না করেই চালু করা হয়েছে “জাতীয় শিক্ষাক্রম-২০২০”। যা ছাত্রদের জন্য চূড়ান্ত সংকট তৈরি করবে। তাই ছাত্র জোটের ১৩দফা দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই।”