ডেস্ক রিপোর্ট
৩ ডিসেম্বর ২০২২, ৭:৫৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতির কারণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম জাতীয় কংগ্রেসের তারিখ পরিবর্তন করে ৯ – ১২ ডিসেম্বরের পরিবর্তে ৬ – ৯ জানুয়ারী ২০২৩ পুনঃনির্ধারণ করা হয়েছে।
শুক্রবার, ০২ ডিসেম্বর শেষ হওয়া বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই কংগ্রেস অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারী সকাল ১০.৩০ এ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের পর র্যালী অনুষ্ঠিত হবে।বিকালে আলোচনা অনুষ্ঠানে দেশ- বিদেশের বন্ধুপ্রতীম পার্টির শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। ৭ জানুয়ারী থেকে কংগ্রেসের কার্যঅধিবেশন শুরু হবে।
কংগ্রেসের বিভিন্ন অধিবেশনে রাজনৈতিক প্রস্তাবসহ পার্টির গুরুত্বপূর্ণ দলিলপত্র আলোচিত ও গৃহীত হবে।
কংগ্রেসের সমাপ্তি অধিবেশনে পার্টির নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচিত হবে। সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, মাহমুদ হোসেন, এপোলো জামালী, ফিরোজ আহমেদ, সজিব সরকার রতন, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সিকদার হারুন রশীদ মাহমুদ, সাইফুল ইসলাম, কামরুজ্জামান ফিরোজ, অরবিন্দু বেপারি বিন্দু প্রমুখ।
সভায় কংগ্রেসের রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতিও পর্যালোচনা করা হয়।