ডেস্ক রিপোর্ট

৩০ নভেম্বর ২০২২, ৬:৩৭ অপরাহ্ণ

বিএনপির আমলের চেয়ে এখন ছয় গুণ রিজার্ভ রয়েছে: মোজাম্মেল হক

আপডেট টাইম : নভেম্বর ৩০, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আমাদের রিজার্ভের অন্যতম যোগানদাতা যারা বিদেশে পণ্য রপ্তানী করে, যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়। কেউ কেউ বলেন আমাদের রিজার্ভ নেই। অথচ বিএনপি সরকারের আমলের চেয়ে এখন ছয় গুণ রিজার্ভ আমাদের রয়েছে। বিএনপির আমলে ছিল ছয় বিলিয়ন ডলার আর এখন আছে ৩৬ বিলিয়ন ডলার।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুরে আরএ স্পিনিং মিলস লিমিটেড এর রোটর ইউনিট উদ্ভোধনী এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অনেকেই বলেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে কিন্তু প্রকৃত সত্য হলো বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না। হওয়ার প্রশ্নই ওঠে না। কেননা আমাদের দেশের অর্থনীতি এখন স্বয়ংসম্পূর্ণ, তা শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে। তা এতো ঠুনকো নয় যে কচু পাতার পানির মতো ঝাড়া দিলেই পড়ে যাবে। আমাদের শিল্পায়ন বাড়াতে হবে, উৎপাদন বাড়াতে হবে। তবে তা হতে হবে পরিবেশের প্রতি খেয়াল রেখেই। বড় ক্ষতি করে আমরা ছোট লাভ চাই না।

মালিক-শ্রমিকের সম্পর্কের বিষয়ে মন্ত্রী বলেন, শিল্প কারখানার মালিক ও শ্রমিকদের সম্পর্ক হতে হবে অংশীদারের মতো। কারণ শ্রমিক ছাড়া শিল্পকারখানা চলতে পারে না। আবার শিল্পকারখানা ছাড়া শ্রমিকরাও বেকার হয়ে যাবেন। তাই শ্রমিক ও মালিক একজন আরেকজনের পরিপূরক। তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রাজিব হায়দারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী ও মো. আমজাদ হোসেন, কাউন্সিলর মো. হাবিবুল্লাহ্ প্রমুখ।

শেয়ার করুন