ডেস্ক রিপোর্ট

২৫ অক্টোবর ২০২২, ১০:৪৯ অপরাহ্ণ

ঢাবিতে ছাত্র ফেডারেশন নেতাকে হেনস্তায় জড়িতদের শাস্তির দাবি

আপডেট টাইম : অক্টোবর ২৫, ২০২২ ১০:৪৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: জিয়া হলে ছাত্র ফেডারেশন নেতাকে নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা৷

বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র সামির সাদিকের উপর হল শাখা ছাত্রলীগের দুই নেতা আহমদউল্লাহ (হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি) ও রেজভী হাসান ( পাঠচক্র বিষয়ক সম্পাদক) এর সন্ত্রাসী আচরণের তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা৷ আজ (২৫ অক্টোবর) এক সংবাদ বিবৃতিতে বলা হয়, জনগণের অর্থে পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সন্ত্রাসীদের অভয়ারণ্য প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায় নিতে হবে৷ একের পর এক সন্ত্রাসী কার্যক্রমে হল প্রভোস্টের পুতুলের ন্যায় ভূমিকা কার্যত ছাত্রলীগকে আরো বেপরোয়া করে তুলছে। যার ধারাবাহিকতায় গত কিছুদিন আগে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে এক শিক্ষার্থীকে নির্যাতন করে সরকার বিরোধী হিসাবে পুলিশে সোপর্দ করা, হলে ছাত্রলীগের ১৪ টি নির্দেশনা ঝুলিয়ে দেয়ার মত অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ভয়ের পরিবেশ গোটা ক্যাম্পাস জুড়ে সৃষ্টি করা হচ্ছে। যার ফলশ্রুতিতে সামির সাদিককের উপর নির্যাতনের ঘটনা ঘটলো৷ সারারাত মানসিক নির্যাতন, বইপত্র এবং ব্যাক্তিগত জিনিসপত্র, মোবাইল ফোন তল্লাশি, হল থেকে বের করা, সরকার বিরোধী হিসাবে পুলিশে সোপর্দ করার হুমকি ও গভীর রাতে সামির সাদিকের বাবা মাকে ফোনে হুমকি দিয়ে প্রবল ঝড়ের মধ্যে বগুড়া থেকে আসতে বাধ্য করা হয়েছে । অথচ অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ছাত্রলীগ ও হল প্রভোস্টের এই ভূমিকা গোটা হলের ছাত্রদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

বিবৃতিতে অবিলম্বে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যার্থ হল প্রভোস্টের দ্রুত পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।

শেয়ার করুন