ডেস্ক রিপোর্ট

২৪ অক্টোবর ২০২২, ১২:২০ অপরাহ্ণ

প্রথম ওভারেই ২ উইকেট তাসকিনের

আপডেট টাইম : অক্টোবর ২৪, ২০২২ ১২:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: পুঁজিটা খুব বেশি বড় নয়। এমন পুঁজি নিয়ে শুরুটা যেমন হওয়া দরকার ছিল, তাসকিন আহমেদ ঠিক তেমনই এক সূচনা এনে দিয়েছেন বাংলাদেশকে। প্রথম দুই বলেই তুলে নিয়েছেন দুই উইকেট।

উইকেটে একটু মুভমেন্ট আছে, তা প্রথম ইনিংসেই দেখা গেছে বেশ। তার ফায়দা লুটতেই দুই স্লিপ নিয়ে ফিল্ডিং শুরু করেছিল বাংলাদেশ। সেটাই কাজে দিল প্রথম বলে।

ইনিংসের প্রথম বলে তাসকিন তুলে নেন বিক্রমজিৎ সিংকে। বলটা করিডোর অফ আন্সার্টেইন্টিতে করেছিলেন তিনি। তাতেই খোঁচা মেরে দিয়েছেন ডাচ ওপেনার। বলটা চলে যায় দুই স্লিপের প্রথমজনের কাছে। সামনে ঝুঁকে দারুণ এক ক্যাচ নেন ইয়াসির আলী। শুরুতে দুই আম্পায়ার পুরোপুরি নিশ্চিত না থাকায় থার্ড আম্পায়ারের কাছে পাঠান সিদ্ধান্তটা। সেখানেই দেখা যায়, বলটা মাটি ছোঁয়নি, গিয়ে সোজা জমা পড়েছে ইয়াসিরের হাতে।

এরপরের বলেই আবারও আঘাত তাসকিনের। বলটা সেই অফস্টাম্পের একটু বাইরেই করেছিলেন। তিনে নামা বাস ডি লিডও করলেন সেই একই ভুল। খোঁচা দিয়ে বসলেন তিনি। উইকেটের পেছনে নুরুল হাসান ক্যাচটা লুফে নিতে ভুল করলেন না একটুও। রানের খাতা খোলার আগেই দুই উইকেট খুইয়ে বসে ডাচরা। তাসকিন চলে যান হ্যাটট্রিকের দুয়ারে। যদিও পরের বলটায় ৩ রান নিয়ে কলিন অ্যাকারম্যান সে অর্জনটা করতে দেননি তাসকিনকে।

শেয়ার করুন