ডেস্ক রিপোর্ট

২৯ আগস্ট ২০২২, ৫:৫৯ অপরাহ্ণ

কুয়াকাটা সৈকত থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

আপডেট টাইম : আগস্ট ২৯, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে মহিপুর থানা-পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

স্থানীয় লোকজন ও মহিপুর থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরের জোয়ারে মৃতদেহটি ভেসে এসেছে। এরপর পর্যটকসহ স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. আবুল খায়ের বলেন, ‘মৃত ব্যক্তির শরীরে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সম্প্রতি বঙ্গোপসাগরে একাধিক ট্রলারডুবির ঘটনা ঘটেছে। হয়তো মৃতদেহটি নিখোঁজ কোনো জেলের হতে পারে। দীর্ঘদিন সাগরের পানিতে ভাসায় মৃতদেহটির শরীর বিকৃত হয়ে গেছে। আমরা মৃতদেহের প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’

শেয়ার করুন