ডেস্ক রিপোর্ট
১৬ আগস্ট ২০২২, ১২:১০ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: জ্বালানি তেল সহ দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল সকাল ১১টায় বাম গণতান্ত্রিক জোট প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। সারাদেশে দ্রব্যমূল্যের অনৈতিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভে পূর্ণ সমর্থন জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।
এক যৌথ বিবৃতিতে প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, “বর্তমান ক্ষমতাসীন সরকার রাতের আঁধারে আইএমএফ এর প্রেসক্রিপশনে জ্বালানি তেলের দাম প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে দিয়েছে। এর ফলে বিপাকে পরেছে দেশের ৯৫ শতাংশ মানুষ। দেশে আড়াই কোটি মানুষ বেকার এবং তিন কোটি মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে গিয়েছে। সাধারণ কৃষক শ্রমিক এবং কর্মজীবী মানুষের আয় বাড়েনি একটুও। এমতাবস্থায় সরকার মরার উপর খাঁড়ার ঘা হিসেবে বৃদ্ধি করেছে জ্বালানি তেলের দাম। এরই প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আগামীকাল (১৬ আগস্ট, ২০২২) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ অনুষ্ঠিত করবে। বাম গণতান্ত্রিক জোটের এই কর্মসূচিতে প্রগতিশীল ছাত্র জোটের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাই। গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে বাম গণতান্ত্রিক জোটের লড়াই দীর্ঘজীবী হোক”