ডেস্ক রিপোর্ট

২৯ জুলাই ২০২২, ৬:৩৮ অপরাহ্ণ

বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট, অ্যাপলের লাভ কমেছে ১১ শতাংশ

আপডেট টাইম : জুলাই ২৯, ২০২২ ৬:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে নতুন করে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। মূল্যস্ফীতি বেড়ে আকাশচুম্বী হয়েছে। এতে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি অর্থনীতির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছে বিশ্বের বড় বড় কোম্পানি। মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বড় অঙ্কের লাভ হারিয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (২৮ জুলাই) একটি প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাপল। এতে বলা হয়, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির লাভ কমেছে ১১ শতাংশ। কারণ কোম্পানিটি অর্থনৈতিক অস্থিতিশীলতা, সরবরাহ সংকট ও চীনের কঠোর করোনা নীতির মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটি আয় করেছে ৮৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে দুই শতাংশ বেশি। যদিও এটি চলতি আর্থিক বছরের মধ্যে সর্বোচ্চ পরিসংখ্যান তবে আগের বছরের চেয়ে অনেক কম।

এদিকে অ্যাপল বিক্রি ও লাভে ওয়াল স্ট্রিটের পূর্বাভাসকে ছাড়িয়েছে গেছে। এ প্রতিবেদন প্রকাশের পরও কোম্পানিটির শেয়ার বেড়েছে চার শতাংশ।

অন্যদিকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কমেছে শূন্য দশমিক নয় শতাংশ। এ নিয়ে পরপর দুই প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নমুখী হলো।

যুক্তরাষ্ট্রের অর্থনীতির এ খবরটি খুবই জটিল সময়ে এসেছে। উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির ফলে দেশটির ভোক্তা ও ব্যবসায়ীরা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক তিন-চতুর্থাংশ পয়েন্ট ভিত্তিতে সুদের হার বাড়িয়েছে।

শেয়ার করুন