ডেস্ক রিপোর্ট

২৬ জুলাই ২০২২, ১:২৫ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ শাবিপ্রবির প্রশাসন: ছাত্র কাউন্সিল

আপডেট টাইম : জুলাই ২৬, ২০২২ ১:২৫ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে বুলবুল আহমেদ নামে এক শিক্ষার্থী খুনের ঘটনা ঘটেছে৷ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৩য় বর্ষের এই শিক্ষার্থীকে ক্যাম্পাস অভ্যন্তরে হত্যা করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আরিফ মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস এক যুক্ত বিবৃতিতে বলেন, শাবিপ্রবিতে বুলবুল হত্যার ঘটনা দেশের শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের অনিরাপদ পরিবেশের আরেকটি নিদর্শন। শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের বদলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের লুটপাটের নিশ্চয়তা বিধানে অধিক ব্যস্ত। বিগত কয়েক মাস আগেও অান্দোলন দমনে শিক্ষার্থী কর্তৃক অবাঞ্চিত নির্লজ্জ ভিসি ছাত্রদের বিরুদ্ধে যে যুদ্ধপরিস্থিতি সৃষ্টি করেছিল, তার শিকিভাগ উদ্যোগ নিয়ে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।
বিভিন্ন সময় ছাত্রলীগের সন্ত্রাসীকান্ড, ছিনতাইসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের জীবন নিরাপত্তাহীনতায় পড়লেও কখনোই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ উপরন্তু প্রতিটি ঘটনাকে কাজে লাগিয়ে নিরাপত্তার নামে শিক্ষার্থীদের সভা সমাবেশ আন্দোলন নিষিদ্ধ ও সাধারণের প্রবেশে বিধিনিষেধসহ নানা অযৌক্তিক লোকদেখানো ব্যবস্থা গ্রহণ করে কার্যত বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চরিত্র হরণের অপচেষ্টা হয়েছে।

বিবৃতিতে অবিলম্বে বুলবুল হত্যার সাথে জড়িতের বিচার ও ক্যাম্পাসে নিরাপদ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়৷ অন্যথায় এই অবাঞ্চিত ভিসিসহ ব্যার্থ প্রশাসনের বিরুদ্ধে সর্বস্তরের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।

শেয়ার করুন