ডেস্ক রিপোর্ট

১৭ জুন ২০২২, ১:৪৩ অপরাহ্ণ

সিলেটকে দুর্গত এলাকা ঘোষণা করে শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে আশ্রয় কেন্দ্র করা হোক :বাসদ

আপডেট টাইম : জুন ১৭, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেটে বন্যা পরিস্থিতি ভয়ংকর রুপ ধারণ করেছে। বন্যার্ত মানুষ আশ্রয় নেওয়ার জন্য আকুতি জানাচ্ছে। বন্যাকবলিত এই সব মানুষদের দ্রুততার সাথে উদ্ধার করে দ্বিতল বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে আশ্রয় কেন্দ্র চালু করার দাবি জানিয়েছে বাসদ।

বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক কমরেড আবু জাফর আজ শুক্রবার (১৭) জুন এক বিবৃতিতে এই দাবি জানান।

আবু জাফর বলেন, দ্রুত সিলেট বিভাগকে বন্যা দুর্গত অঞ্চল ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে বন্যা কবলিতদের উদ্ধার, আশ্রয়দান ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে হবে।

বিবৃতিতে তিনি , এই প্রাকৃতিক দুর্যোগে সবাইকে সম্মিলিত ভাবে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান ।

শেয়ার করুন