ডেস্ক রিপোর্ট

৯ মে ২০২২, ২:২৮ অপরাহ্ণ

নিউমার্কেট এলাকায় সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ ছাত্র ৩ দিনের রিমান্ডে

আপডেট টাইম : মে ৯, ২০২২ ২:২৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার এক আদালত।

তারা হলেন, আব্দুল কাইয়ুম (২৪), পলাশ মিয়া (২৪), মাহমুদ ইরফান (২৪), ফয়সাল ইসলাম (২৪) ও জুনায়েদ বুগদাদি (১৯)।

নিউমার্কেট থানার পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর তাদের ৫ দিনের রিমান্ডে চেয়ে আদালতে হাজির করলে মহানগর হাকিম তামান্না ফারাহ এ আদেশ দেন।

ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদের রিমান্ডে পাঠানো হয়েছে।

শেয়ার করুন