ডেস্ক রিপোর্ট

১৪ এপ্রিল ২০২২, ১২:২৮ পূর্বাহ্ণ

‘শহীদ রুমী সংসদের আনুষ্ঠানিক পথচলা শুরু’

আপডেট টাইম : এপ্রিল ১৪, ২০২২ ১২:২৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ঢাকা কলেজ কেন্দ্রীয় মাঠে বৃহস্পতিবার সকাল এগারোটায় শহীদ রুমী সংসদের প্রথম আনুষ্ঠানিক পরিচিতি সভা, সাংস্কৃতিক আয়োজন এবং কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এই আয়োজনের শুরুতে সাধারণ সদস্যরা নিজেদের পরিচয় দেয়। পরিচয় পর্বের পর শহীদ শাফি ইমাম রুমীর পুরো জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করেন শহীদ রুমী সংসদের সংগঠক মশিউর রহমান।

এরপর ‘রুমী সংসদ কেন করবো এবং এর প্রয়োজনীয়তা কী’ নিয়ে আলোচনা করেন রুমী সংসদের উপদেষ্টা, রাফিকুজ্জামান ফরিদ।

বর্তমান সময়ের সাংস্কৃতিক অবক্ষয়, তরুণ প্রজন্মের নৈতিকতার সংকট এবং এগুলো মোকাবেলা করে পরিপূর্ণ মানবিক গুণাবলি সম্বলিত মানুষ হয়ে উঠার ক্ষেত্রে ঢাকা কলেজের শহীদ রুমী সংসদ কীভাবে কাজ করবে এই নিয়ে আলোচনা করেন আজকের আলোচক ড. জয়দীপ ভট্টাচার্য।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন অরুপ দাস শ্যাম। আলোচনা সভা শেষে শহীদ রুমী সংসদের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন রুমী সংসদের সংগঠক নাহিয়ান রেহমান রাহাত।

আলোচনা সভা শেষে ক্ষুদ্র পরিসরের সাংস্কৃতিক আয়োজনে গান এবং কবিতা আবৃত্তি করেন রুমী সংসদের সদস্য সুদীপ্ত দাস গুপ্ত এবং শাহজালাল সুজন।

সাংস্কৃতিক আয়োজন শেষে শহীদ রুমী সংসদের উপদেষ্টা রাফিকুজ্জামান ফরিদ কার্যপরিচালনার জন্য নয় সদস্য বিশিষ্ট একটি সমন্বয়ক কমিটি ঘোষণা করেন। নিচে এই কমিটির পরিচিতি দেওয়া হলো।

উপদেষ্টা: রাফিকুজ্জামান ফরিদ
সমন্বয়ক: মশিউর রহমান
সদস্য:
১. শাহেদুল ইসলাম ইমন
২. মো. শাহজালাল সুজন
৩. মাহমুদুল হাসান অর্নব
৪. নাহিয়ান রেহমান রাহাত
৫. মো. আবদুল্লাহ
৬. আসিফ উল্লাহ রিমন
৭. সুদীপ্ত দাস গুপ্ত
৮. আনোয়ার হোসেন ইসা

কমিটি ঘোষণার শেষে শহীদ রুমী সংসদের নব-নির্বাচিত সমন্বয়ক মশিউর রহমান সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে এবং সবার প্রতি সাহায্য ও সহযোগিতা কামনা করে উক্ত আয়োজনের সমাপ্তি ঘোষনা করেন।

শেয়ার করুন