ডেস্ক রিপোর্ট

১১ এপ্রিল ২০২২, ১:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশে আসেনি আবাহনীর প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব

আপডেট টাইম : এপ্রিল ১১, ২০২২ ১:৩১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মঙ্গলবার সিলেটে এএফসি কাপ প্লে অফে ঢাকা আবাহনী ও মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচ পরিচালনার জন্য এএফসি অফিসিয়ালরা গতকাল সিলেট পৌঁছেছেন। (রোববার) রাত সাড়ে নয়টায় মালদ্বীপের ভ্যালেন্সিয়া দলের বাংলাদেশে আসার কথা।

রোববার রাতে তারা না আসায় এই ম্যাচটি নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। বাফুফে মৌখিকভাবে জানতে পেরেছে মালদ্বীপের ক্লাবটি বাংলাদেশে আসছে না। ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলেন, ‘আমরা মালদ্বীপের ক্লাব বা ফেডারেশন থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি। আজ ম্যানেজার মিটিং রয়েছে। ম্যাচ কমিশনার উদ্ভুত ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন।’

মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান জাওয়াদ আজ ভ্যালেন্সিয়ার বাংলাদেশে আসার বিষয় নিশ্চিত করছিলেন। টিকিট থাকা সত্ত্বেও মাত্র দুই দিনের সফরে কেন আসল না মালদ্বীপের দলটি এটা রহস্যের বিষয়।

গত বছর এএফসি কাপের প্লে অফে মালদ্বীপের ক্লাব ঈগলস ঢাকা আবাহনীর বিপক্ষে অসহযোগিতামুলক আচরণ করছিল। করোনার সময় ভেন্যু নিয়ে সমস্যায় ছিল আবাহনী। বাংলাদেশের ক্লাবটিকে বেকায়দায় ফেলে না খেলিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় দেওয়ার ক্ষেত্র তৈরি করে। এক বছর পর মালদ্বীপের আরেকটি ক্লাব সেই আবাহনীর বিরুদ্ধে না খেলেই পয়েন্ট দিয়ে দিতে হচ্ছে। এ যেন প্রকৃতির বিচার!

শেয়ার করুন