ডেস্ক রিপোর্ট

২৮ মার্চ ২০২২, ৯:১০ অপরাহ্ণ

রাশিয়া ছাড়লে পুরস্কৃত করবেন জেলেনস্কি

আপডেট টাইম : মার্চ ২৮, ২০২২ ৯:১০ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ::  ইউক্রেনে সামরিক অভিযানের প্রতিবাদে যেসব আন্তর্জাতিক কোম্পানি রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে, সেসব কোম্পানিকে শান্তি পুরস্কার দেবেন ভলোদিমির জেলেনস্কি। রোববার ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ সম্পর্কে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান নির্বাহী আন্দ্রেই ইয়ের্মাক বলেন, ‘গত এক মাসে যেসব কোম্পানি রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে, সেসব কেবল ইউক্রেনীয়দের জন্যই নয়, বরং পুরো বিশ্বের মানুষের কাছেই সম্মান ও মর্যাদার দাবিদার।’

‘অনেক সময় নীরবতা ও অসহযোগিতা অনেক বড় প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। ওই কোম্পানিগুলোও রাশিয়ায় তাদের ব্যবসায়ীক কার্যক্রম বন্ধের মাধ্যমে ঠিক তা ই করেছে।’

‘আমাদের ও তাদের (আন্তর্জাতিক কোম্পানি) লক্ষ্য এক; সেটি হলো— আগ্রাসী দেশ আন্তর্জাতিক উৎস থেকে একটি পয়সাও যেন তার বাজেটে অন্তর্ভুক্ত না করতে পারে।’

রাশিয়ায় বাণিজ্যিক কার্যক্রম জারি রাখা আন্তর্জাতিক কোম্পানিগুলোকেও দেশটি থেকে ব্যবসা গোটানোর আহ্বান জানান ইয়েমার্ক। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধকে সমর্থন করা যেমন অসম্ভব, তেমনি যুদ্ধাপরাধী ও হত্যাকারীদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখাও অগ্রহণযোগ্য।’

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু মূলত পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ঘিরে। ২০০৮ সালে ইউক্রেনে ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার পর থেকেই দুই দেশের মধ্যে তিক্ততা শুরু হয়।

ন্যাটো ইউক্রেনেকে পূর্ণ সদস্যপদ না দিলেও সম্প্রতি ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করার পর আরও বাড়ে তিক্ততা। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহার করার জন্য ইউক্রেনকে নানাভাবে আহ্বান ও চাপ দিয়েছে রাশিয়া, কিন্তু ইউক্রেন তাতে কর্ণপাত করেনি।

অবশেষে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার দু’দিন পর, ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করতে রুশ সেনাদের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার ৩২ তম দিনে পৌঁছেছে রুশ সামরিক বাহিনীর অভিযান, গত ২৬ মার্চ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশটির সামরিক বাহিনীর জেনারেল স্টাফ’স মেইন অপারেশনস অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান সের্গেই রুডস্কয় এক সাক্ষাৎকারে বিবিসিকে বলেন, ইউক্রেনে চলমান রুশ অভিযানের মূল লক্ষ্য দেশটির পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে (ডনবাস অঞ্চল) স্বাধীন করা এবং ইতোমধ্যে অভিযানের প্রাথমিক পর্যায় শেষ করেছে রুশ বাহিনী।

এদিকে, অভিযান শুরুর পর থেকে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে গেছে পশ্চিমা দেশগুলো। এসব নিষেধাজ্ঞার সঙ্গে একাত্মতা জানিয়ে রাশিয়ার জ্বালানি,পরিবহন, অর্থনীতি ও প্রযুক্তিখাতে বিনিয়োগকারী বেশ কয়েকটি পশ্চিমা কোম্পানি দেশটি থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।

শেয়ার করুন