ডেস্ক রিপোর্ট

২৫ মার্চ ২০২২, ১১:০৫ অপরাহ্ণ

২৮ মার্চের হরতাল সফল করার আহ্বান বাম জোটের

আপডেট টাইম : মার্চ ২৫, ২০২২ ১১:০৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নিজেদের বাঁচার প্রয়োজনে আগামী ২৮ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতাল সর্বাত্মকভাবে পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

একই সঙ্গে সব বাম প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দল ও শ্রেণি-পেশার সংগঠন এবং নেতাদের নিজ নিজ অবস্থান থেকে একই দিন হরতাল কর্মসূচি ঘোষণা, সমর্থন ও বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছে জোটটি।

আজ শুক্রবার সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এই আহ্বান জানানো হয়। এ সময় হরতালের প্রচার মিছিল ও গণসংযোগকালে দেশের বিভিন্ন স্থানে সরকার ও সরকারি দলের সন্ত্রাসীদের হামলা-আক্রমণ ও বাধা প্রদানের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, সরকার ও সরকারি দলের সব উস্কানি ও হামলা মোকাবিলা করেই দেশবাসী স্বতঃস্ফুর্ত ও শান্তিপূর্ণভাবে এই হরতাল সফল করবে।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, মানস নন্দি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক, বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) বিধান দাস, জোট নেতা আবদুল্লাহ কস্ফাফি রতন, জুলফিকার আলি, মুনিরুদ্দিন পাপ্পু, মো. রুবেল, কামরুজ্জামান ফিরোজ প্রমুখ।

শেয়ার করুন