ডেস্ক রিপোর্ট

১৫ মার্চ ২০২২, ৮:২০ অপরাহ্ণ

২৮ মার্চ হরতাল সফল করতে বাম জোটের পদযাত্রা-গণসংযোগ

আপডেট টাইম : মার্চ ১৫, ২০২২ ৮:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দ্রব্যমূল্যের ভয়াবহ উর্ধগতি প্রতিরোধে বাম জোট আহুত ২৮ মার্চ এর হরতাল এর প্রচার এর পদযাত্রা ও গণসংযোগ শেষে বিজয়নগরে অনুষ্ঠিত সমাবেশে জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অনতিবিলম্বে গরীব ও স্বল্প আয়ের পরিবারসমূহের জন্য জরুরী ভিত্তিতে রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু করার দাবি জানিয়েছেন এবং বলেছেন মুনাফাখোর বাজার সিন্ডিকেটের স্বেচ্ছাচারীতার কাছে বাজার ছেড়ে দিয়ে মানুষকে রক্ষা করা যাবে না।

তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারী পদক্ষেপ এখনও পর্যন্ত কাগজে কলমে বন্দি। ভোজ্যতেলসহ কয়েক পণ্যের ভ্যাট প্রত্যাহারের কোন সুফল এখনও ভোক্তারা চোখে দেখেনি।ভ্যাট বা শুল্ক প্রত্যাহারে যদি ব্যবসায়ীরাই আরও লাভবান হয় তা হলে মানুষের জন্য তা কোন কাজে আসবে না।

তিনি মানুষকে রক্ষার জন্য আগামী ২৮ মার্চ দেশব্যাপী সর্বাত্মক হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

হরতালের সমর্থনে আজ পুরানা পল্টন,ফকিরাপুল , নয়াপল্টন কাকরেল ও বিজয়নগর অঞ্চলে হরতালের পক্ষে পদযাত্রা, গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়।

এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন বাম জোটের সমন্বয়ক সাইফুল হক,বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ- মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা মানস নন্দি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, গণসংহতি আন্দোলনের নেতা বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহীদুল ইসলাম সবুজ, সিপিবির সেকেন্দার হায়াত, মঞ্জুর মঈন সমাজতান্ত্রিক আন্দোলনের ফখরুদ্দিন রিয়াদ, ওয়ার্কার্স পার্টি – মার্কসবাদীর বিধান দাস,মহানগর নেতা জুলফিকার আলি, মোফাজ্জল হোসেন মোশতাক, আহসান হাবিব বুলবুল, সীমা দত্ত,তাসলীমা আকতার বিউটি, দীপক শীল প্রমুখ।

১৬ মার্চ এর কর্মসূচী:
আগামীকাল ১৬ মার্চ বিকাল চারটায় পুরানা পল্টন থেকে হরতাল সফল করতে শান্তিনগর ও মালিবাগ অভিমুখে পদযাত্রা ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন