ডেস্ক রিপোর্ট

৭ মার্চ ২০২২, ১১:৩৯ অপরাহ্ণ

চেক প্রতারণা মামলায় আওয়ামী লীগ নেত্রী ববিতা বড়ুয়া গ্রেপ্তার

আপডেট টাইম : মার্চ ৭, ২০২২ ১১:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চেক প্রতারণা মামলায় দণ্ডিত চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ মার্চ) নগরীর কোতোয়ালী থানার আবেদিন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন।

তিনি বলেন, চেক প্রতারণার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় ববিতা বড়ুয়াকে ২০২১ সালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এসব মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সাজা পরোয়ানামূলে তাকে আজকে আবেদিন কলোনির বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নেজাম উদ্দীন বলেন, গ্রেপ্তারের পরে তাকে আদালতে পাঠানে হয়েছিল। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ববিতা বড়ুয়া রাজনীতির পাশাপাশি বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত আছেন বলে জানা যায়।

শেয়ার করুন