ডেস্ক রিপোর্ট

১৯ জানুয়ারি ২০২২, ১২:২৮ পূর্বাহ্ণ

গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ করুন: কমরেড খালেকুজ্জামান

আপডেট টাইম : জানুয়ারি ১৯, ২০২২ ১২:২৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।

তিনি মঙ্গলবার (১৮ জানুয়ারি) সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে এই আহবান জানান।

বিবৃতিতে কমরেড খালেকুজ্জামান বলেন, করোনার কারণে জনগণের অর্থনৈতিক দুর্দশা, কর্মহীনতা, বাজার সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি, বাস ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনে এমনিতেই নাভিশ্বাস উঠেছে। এর উপর গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি হলে তা মানুষের জীবনযাপনকে ভয়াবহ দুর্বিষহ করে তুলবে।

বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, গ্যাস ও বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা দূর করা হলে দাম বৃদ্ধি তো দূরের কথা দাম কমানো সম্ভব। কিন্তু সরকার সে পদক্ষেপ না নিয়ে জনগণের কাঁধে দুর্নীতি ও লুটপাটের বোঝা চাপানোর চেষ্টা করছে।

তিনি মূল্যবৃদ্ধির অশুভ পাঁয়তারা বন্ধ করার জন্য সরকারের প্রতি দাবি জানান এবং মূল্যবৃদ্ধির চক্রান্ত রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

শেয়ার করুন