ডেস্ক রিপোর্ট

৮ জানুয়ারি ২০২২, ২:১৫ অপরাহ্ণ

ময়মনসিংহে দুই গারো তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

আপডেট টাইম : জানুয়ারি ৮, ২০২২ ২:১৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ময়মনসিংহের হালুয়াঘাটে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুই গারো তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- হালুয়াঘাট উপজেলার কাতলমারি গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরীফ মিয়া (২০), কাটাবাড়ি গ্রামের আব্দুল মতিনের ছেলে মিজানুর রহমান (২২), একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুল হামিদ (১৯), কচুয়াকুড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মিয়া হোসেন (২০) একই গ্রামের মফিজুল মিয়ার ছেলে রুকন মিয়া (২১)। তাদের মধ্যে আব্দুল হামিদ মামলার আসামি না হলেও ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার রাতে ময়মনসিংহ জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সফিকুল ইসলাম বলেন, গত রাতে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযোগ চালিয়ে দুই গারো তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের দুটি চৌকস টিম নানা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে। অচিরেই বাকিদের গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর মধ্যরাতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাটাবাড়ি গ্রামের আকাশী বাগানে দুই গারো তরুণী ধর্ষণের শিকার হন। পরে ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০ জনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন এক কিশোরীর বাবা।

শেয়ার করুন