ডেস্ক রিপোর্ট

৩ জানুয়ারি ২০২২, ৪:৪৪ অপরাহ্ণ

বেরোবি ছাত্র ফ্রন্টের দেয়াল লিখনে ছাত্রলীগ ও প্রশাসনের বাধা

আপডেট টাইম : জানুয়ারি ৩, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও জনজীবনের নানা সংকট নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় সভাপতি রিনা মুরমু ও সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়ের নেতৃত্বে গতকাল রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে দেয়াল লিখনে ছাত্রলীগ বাধা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে প্রগতিশীল ছাত্রজোট রংপুর শাখা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জোটের পক্ষ থেকে বিবৃতি প্রদান করেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর সভাপতি ও ছাত্রজোটের নেতা যুগেশ ত্রিপুরা, কাউন্সিল প্রস্তুতি কমিটির সভাপতি মৌসুমী আক্তার মৌ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর শাখা আহ্বায়ক সাজু বাসফোর, রাজু প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয় একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক ছাত্র রাজনীতির জায়গা। মুক্ত বুদ্ধির চর্চার অংশ হিসেবে দেয়াল লিখনের সংস্কৃতি বাংলাদেশের ছাত্ররাজনীতি একটি ঐতিহ্যবাহী অংশ। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতি উৎসাহী কতিপয় ব্যক্তি ক্যাম্পাসে দেয়াল লিখন মুছে দিয়েছে যা নিন্দনীয়। একই সাথে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফ্রন্ট নেতৃবৃন্দ পুনঃরায় লিখলে অতি উৎসাহী হয়ে ছাত্রলীগ বঙ্গবন্ধু হল শাখার সাবেক সাধারণ সম্পাদক পোমেল বড়–য়ার নেতৃত্বে বাধা দেয় এবং ছাত্র ফ্রন্ট নেতৃবৃন্দকে লাঞ্ছিত করে। ঘটনার কিছুপর বিশ্ববিদ্যালয়ের সহকারী
প্রক্টর আসলে তিনিও দেয়াল লিখনে বাধা দেন।

নেতৃবৃন্দ প্রশাসন ও ছাত্রলীগের এহেন আচরণকে স্বৈরাচার মনে করে। যৌথ বিবৃতিতে জোটের নেতাকর্মীরা আরো বলেন, প্রশাসন ও ছাত্রলীগের এমন ভূমিকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে অবারিত করার পথে অন্তরায় হবে যা ক্ষমতাশীন ছাত্র সংগঠনের এজেন্ডা বাস্তবায়নের
অপচেষ্টার কৌশল।

তাঁরা অবিলম্বে প্রশাসনের কতিপয় ব্যক্তি ও ছাত্রলীগের এহেন ন্যাক্কারজনক কৌশল বন্ধ করার উদাত্ত আহ্বান জানান।

শেয়ার করুন