ডেস্ক রিপোর্ট
২ জানুয়ারি ২০২২, ৪:২৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
আজ (রোববার) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে রওয়ানা হয় গ্রাম পুলিশের একটি দল। তবে পুলিশের বাধায় বেশি দূর এগোতে পারেননি তারা। প্রেসক্লাবের সামনে থেকে পুলিশের বাধা পান তারা। পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়।
এ বিষয়ে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের চেয়ারম্যান কমান্ডার মোস্তফা কামাল ঢাকা পোস্টকে বলেন, পুলিশ আমাদের কয়েকজন প্রতিনিধি গিয়ে স্মারকলিপি দিতে বলেন। তবে তারা কোনো হামলা করেনি।
মোস্তফা কামাল বলেন, চাকরি জাতীয়করণ আমাদের দীর্ঘদিনের দাবি। এমনিতে যে ছয় হাজার টাকা বেতন পাই তার অর্ধেক দেয় সরকার, বাকিটা ইউনিয়ন পরিষদ। কিন্তু ইউনিয়ন পরিষদে অনেকের টাকা আটকে আছে। কারও এক মাস, কারও ১ বছরের টাকা এখনো পায়নি। সে কারণে আমরা চাকরি জাতীয়করণের দাবি জানাচ্ছি।