ডেস্ক রিপোর্ট

৫ ডিসেম্বর ২০২১, ১২:২০ পূর্বাহ্ণ

অব্যহত সড়ক দূর্ঘটনা, শিক্ষার্থীর মৃত্যুতে ছাত্র ইউনিয়নের ক্ষোভ

আপডেট টাইম : ডিসেম্বর ৫, ২০২১ ১২:২০ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: শুক্রবার (৩ ডিসেম্বর,২০২১) রাত ১১ টা ৩০ মিনিটে বিমানবন্দর এলাকায় কন্টেইনারবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গ্রিন বিশ্ববিদ্যালয়ের বস্ত্র কৌশল বিভাগের শিক্ষার্থী মাহাদি হাসান লিমন নিহত হন। সারাদেশে সড়ক দূর্ঘটনায় অব্যহত শিক্ষার্থী হত্যার ধারাবাহিকতায় নিমনের মৃত্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ।

আজ(৪ ডিসেম্বর,২০২১)এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রেজোয়ান হক মুক্ত এবং সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস বলেন, হাফ পাস ও নিরাপদ সড়কের দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের সময়ে শিক্ষার্থী হয়রানি ও সড়কে ছাত্র হত্যাকান্ড প্রশাসনিক খামখেয়ালীপনা এবং সরকারি অব্যবস্থাপনার একটি চিত্র। একদিকে সরকারের প্রতিটি সিদ্ধান্ত হরন করছে মানুষের নাগরিক অধিকার অন্যদিকে উন্নয়নের মহাসড়কে প্রতিদিন প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। দিন দিন এই মৃত্যুর মিছিল আরোও বাড়ছে। আজ সেই মিছিলে যুক্ত হল গ্রিন বিশ্ববিদ্যালয়ের বস্ত্র কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহাদি হাসান লিমন। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও সড়ক ব্যবস্থাপনায় প্রশাসনিক দুর্নীতি, অনিয়ম আর চাঁদাবাজি রয়ে গেছে।

বিআরটিএ এবং পরিবহন মালিক সমিতির অনিয়ম দুর্নীতি না কমলেও ক্রমান্বয়ে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। সড়ক দুর্ঘটনায় সাজার স্পষ্ট আইন থাকলেও কোন বিচার আমাদের চোখে পড়েনা। সমাগ্রিকভাবে এর দায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিআরটিএ এবং পরিবহন মালিক সমিতির উপরেই বর্তায়। সারাদেশের সড়ক দূর্ঘটনার সুষ্ঠু বিচার এবং সারাদেশে সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবি জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন