ডেস্ক রিপোর্ট

৪ ডিসেম্বর ২০২১, ৮:৩২ অপরাহ্ণ

মালিতে বাসে সন্ত্রাসীদের হামলায় নিহত ৩১

আপডেট টাইম : ডিসেম্বর ৪, ২০২১ ৮:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মালিতে একটি বাসে সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির মধ্যাঞ্চলে এই হামলা হয়। আহত হয়েছে আরও অনেকে।

দেশটির মপতি অঞ্চলের সংঘ গ্রাম থেকে বান্দি-আগারা গ্রামে যাওয়ার পথে বাসটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। প্রথমে চাকায় গুলি করে বাসটিকে থামিয়ে দেয়া হয়। পরে যাত্রীদের উপর এলোপাতাড়ি গুলি চালায় তারা। এই ঘটনায় অনেকে আহত হয়েছেন। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী বাসটিতে আগুনে পোড়া অনেক মৃতদেহও দেখতে পেয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। মোপতির বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, মোপতির যে এলাকায় এই হামলা হয়েছে, সেখানে আল কায়েদা ও ইসলামিক স্টেট- উভয় গোষ্ঠীরই ব্যাপক তৎপরতা রয়েছে। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি।

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত যে, এটি একটি জঙ্গি হামলা। তবে কারা এই হামলা করেছে তা এখনও জানা যায়নি। আমাদের তৎপরতা অব্যাহত আছে।’
আল কায়েদা ও ইসলামিক স্টেটের সন্ত্রাসের কারণে গত কয়েক বছরে পশ্চিম আফ্রিকার তিন দেশ মালি, নাইজার ও বুরকিনা ফাসোতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ।

শেয়ার করুন