ডেস্ক রিপোর্ট

২৫ নভেম্বর ২০২১, ২:১৪ অপরাহ্ণ

পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের মামলা

আপডেট টাইম : নভেম্বর ২৫, ২০২১ ২:১৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশ সফরে আসা পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলনে পতাকা উড়ানো নিয়ে বেশ কয়েক দিন ধরে বিতর্ক চলছে। এবার তা নিয়ে ঘটল মামলার মতো ঘটনাও।

অধিনায়ক বাবর আজমসহ পাকিস্তান ক্রিকেট দলের ২১ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নালিশি মামলা দায়ের করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

খবরটি দেশের বিভিন্ন গণমাধ্যমে নিশ্চিত করেছেন আইনজীবী মো. মাহবুবুল হক। তিনি জানান, মিরপুরের একাডেমি মাঠে পতাকা টাঙিয়ে পাকিস্তান অনুশীলন করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বিষয়ে আজ বিকেলে আদেশ দেওয়া হবে।’

অনুশীলনের সময় পাকিস্তান তাদের জাতীয় পতাকা ওড়ানোয় এবং বিজয় দিবসে মাওলানা ভাসানী স্টেডিয়ামে হতে যাওয়া ভারত-পাকিস্তানের হকি ম্যাচের ফাইনালের ভেন্যু ঠিক করায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন দেশের ৪০ জন বিশিষ্ট নাগরিক।

শেয়ার করুন