ডেস্ক রিপোর্ট

১৮ নভেম্বর ২০২১, ৩:২৮ অপরাহ্ণ

প্রথম ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করলো পাকিস্তান

আপডেট টাইম : নভেম্বর ১৮, ২০২১ ৩:২৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আগামীকাল

১৯ নভেম্বর কুড়ি ওভারের ফরম্যাট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে প্রথম ম্যাচে মাঠে নামার আগে স্কোয়াড ছোট করে ১২ জনে নিয়ে এসেছে সফরকারীরা।

আজ (বৃহস্পতিবার) ম্যাচ পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক বাবর আজম প্রথম ম্যাচের জন্য ১২ জনের নামের তালিকা প্রকাশ করেন। এই ম্যাচে অভিজ্ঞদের উপরেই আস্থা রেখেছে পাকিস্তান।

বিশ্বকাপে নিজেদের ৬ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তান। সে দলের ৮ ক্রিকেটার আছেন বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে।

প্রথম ম্যাচের জন্য পাকিস্তানের ১২ সদস্যের স্কোয়াড-
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।

শেয়ার করুন