ডেস্ক রিপোর্ট

১৮ নভেম্বর ২০২১, ২:৩২ অপরাহ্ণ

খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছেন : মির্জা ফখরুল

আপডেট টাইম : নভেম্বর ১৮, ২০২১ ২:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে রাজনীতিকে না জড়ানোর আহ্বানও জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এভারকেয়ারের চিকিৎসকরা জানিয়েছেন- তারা প্রাণপণ চেষ্টা করছেন। উনার (খালেদা জিয়া) অসুখ এমনপর্যায়ে পৌঁছেছে যে দেশের বাইরে চিকিৎসা করানো খুব জরুরি।’

তিনি বলেন, ‘‘আজকে বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছেন। তার চিকিৎসার ব্যাপারে আমাদের এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। তিনি আক্রান্ত হয়েছেন বিভিন্ন রকম অসুখে। এই অসুখ এমন পর্যায় পৌঁছেছে যে, তাকে বাইরে চিকিৎসা করানো সবচেয়ে বেশি প্রয়োজনীয়, ডাক্তাররাই বলছেন। বলছেন, তাকে বিদেশে পাঠালে তিনি সুস্থ হবেন।”

‘‘এভারকেয়ার সবচেয়ে ভালো হাসপাতাল। এখানে যে ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে তারাও বলছেন যে, আমরা পুরাপুরি একুইপ্ট নই তার চিকিৎসার এই অসুখগুলো সারিয়ে তুলতে। এখন দেশনেত্রীর বিদেশে নিয়ে চিকিৎসা সবচেয়ে জরুরি। একথা বার বার বলা হচ্ছে। আজকে অন্যান্য দলগুলো বলছে, সবাই বলছে। কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেত্রী তিনি সম্পূর্ণভাবে সেটাকে গ্রহণ করছেন না।”

মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা আবারও বলছি, আবারও আহ্বান জানাতে চাই যে, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন তার জীবন রক্ষার্থে। এর সঙ্গে রাজনীতিকে নিয়ে আসবেন না।”

শেয়ার করুন