ডেস্ক রিপোর্ট

১০ নভেম্বর ২০২১, ৮:৪৯ অপরাহ্ণ

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড

আপডেট টাইম : নভেম্বর ১০, ২০২১ ৮:৪৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।

আবুধাবিতে বুধবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে ম্যাচটি।

সুপার টুয়েলভ পর্বে ইংল্যান্ড গ্রুপ-১ এর চ্যাম্পিয়ন ও নিউজিল্যান্ড গ্রুপ-২ এ রানার্সআপ হয়। তবে দুই দলই সুপার টুয়েলভে সমান চারটি করে ম্যাচ জিতেছে।

ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে আসর শুরু করা ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারায় ৮ উইকেটে। তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে সমান ব্যবধানে হারানোর পর শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ রানে জয় তুলে নেয়। পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারে ১০ রানে।

অন্যদিকে নিউজিল্যান্ড পাকিস্তানের কাছে ৫ উইকেটে হার দিয়ে আসর শুরু করে। এরপর টানা চার জয় তুলে নেয় দলটি। ভারতকে ৮ উইকেটে, স্কটল্যান্ডকে ১৬ রানে, নামিবিয়াকে ৫২ রানে ও আফগানিস্তানকে হারায় ৮ উইকেটে।

নিউজিল্যান্ড এ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। ইংল্যান্ড দলে একটি পরিবর্তন। ইনজুরিতে ছিটকে যাওয়া জেসন রয়ের পরিবর্তে একাদশে এসেছেন স্যাম বিলিংস। রয়ের জায়গায় ওপেন করবেন জনি বেয়ারস্টো।

২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সেদিন নির্ধারিত ৫০ ওভারে ম্যাচ টাই হয়। সুপার ওভারেও ম্যাচ টাই হয়। বেশি বাউন্ডারি মারার জন্য ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

এবার আরেকটি বিশ্বকাপের মঞ্চেই ইংল্যান্ডকে হারিয়ে সেদিনের বদলা নেওয়ার সুযোগ কিউইদের সামনে। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ফাইনাল অনুষ্ঠিত হবে রবিবার।

শেয়ার করুন