ডেস্ক রিপোর্ট
৮ নভেম্বর ২০২১, ২:০২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘাটাইল-ধলাপাড়া সড়কের ধলাপাড়া চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে শরীফ, একই গ্রামের শাহজালালের ছেলে আবু বক্কর ও মৃত রমজান আলীর ছেলে শাহীন। তিনজনই ধলাপাড়া এস ইউপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূইয়া বলেন, ওই তিন শিক্ষার্থী একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল। এ সময় তাদের মোটরসাইকেলটি ওভারস্পিডের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। পরে স্বজনরা এসে তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। শুনেছি লাশ তাদের পরিবার নিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।