ডেস্ক রিপোর্ট
৫ নভেম্বর ২০২১, ২:২৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে গণপরিবহন ও পণ্য পরিবহন বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকরা। এতে জরুরি কাজে বাইরে বের হয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা।
বিশেষ করে রাজধানী ঢাকায় সাত কলেজের ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশ নিতে এসে চরম ভোগান্তিতে পড়েছেন অনেকে। তাদের গুনতে হয়েছে বাড়তি ভাড়া।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সাত কলেজের ভর্তি পরীক্ষা এবং দুই ডজন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেতে হয় পরীক্ষার্থীদের।
এই সুযোগে ভাড়ায় চালিত মোটরসাইকেল, অটোরিকশা এবং রিকশার ভাড়া দ্বিগুণ বেড়ে গেছে। বিআরটিসির কিছু বাস চললেও যাত্রীর ঠাসাঠাসিতে ওঠার কায়দা ছিল না।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজে সকাল ১০টা থেকে ১১টা বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মোট ২৩ হাজার ৭০০ জন শিক্ষার্থী এই ইউনিটের পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন।
সাত কলেজের এক ভর্তি পরীক্ষার্থী বলেন, সকালে নিউ মার্কেট যাওয়ার জন্য শ্যামলীতে বাস না পেয়ে তিনি বিপাকে পড়েন।
এক চাকরি প্রার্থী বলেন, আজ এবং আগামীকাল আমার চাকরির পরীক্ষা আছে। গাইবান্ধা থেকে সারা রাত ভ্রমণ করে সকালে ঢাকায় নামার পর দেখি কোনো বাস নেই।
তিনি বলেন, সিএনজিচালিত অটোরিকশা কিন্তু ভাড়া অনেক বেশি। আমার মতো অসংখ্য পরীক্ষার্থী আজ ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন।
বুধবার সরকার ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা এবং বৃহস্পতিবার এলপি গ্যাসের দাম ১২ কেজির সিলিন্ডার প্রতি ৫৪ টাকা বাড়ানোর ঘোষণা দেয়।
তেলের দাম কোনো আলোচনা ছাড়াই একতরফা বাড়ানোর কারণে পরিবহন খরচ অনেক বাড়বে দাবি করে বৃহস্পতিবার ২৪ ঘণ্টা সময় দিয়ে পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দেয় ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি।
তবে কেন্দ্রীয়ভাবে সড়ক পরিবহন মালিক সমিতি ধর্মঘটের কোনো সিদ্ধান্ত না নিলেও জেলা পর্যায় থেকে মালিক শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ঢাকাগামী যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।