ডেস্ক রিপোর্ট
২ নভেম্বর ২০২১, ২:১১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: নোয়াখালীর চৌমুহনীর সাম্প্রদায়িক হামলার ঘটনায় স্থানীয় নেতাদের দুষলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে নোয়াখালীর চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে দলের তৃণমূল নেতাদের দোষারোপ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক সহিংসতার সময় স্থানীয় নেতারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। তারা যদি কঠোরভাবে সতর্কতা অবলম্বন করতেন তাহলে এত বড় দুর্ঘটনা ঘটত না।’
সাম্প্রদায়িক সহিংসতায় নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী এবং ভারতের সঙ্গে সরকারের সুসর্ম্পকে ফাটল ধরাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত চলছেও বলে অভিযোগ করেন তিনি।