ডেস্ক রিপোর্ট
২২ অক্টোবর ২০২১, ৭:১৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে শনিবারের গণঅনশণ, গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচী সফল ও আসন্ন কালীপূজা উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় চৌহাট্টাস্থ ভোলাগিড়ি আশ্রমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পূজা পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেবের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা উদযাপন পরিষদের সিলেট জেলা সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, ঐক্য পরিষদের সহ সভাপতি এডভোকেট বিজয় কুমার বিশ্বাস, জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ দেব, ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিরেশ দাস, নিধু ভূষণ দাস, পূজা পরিষদের মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, জেলার সাংগঠনিক সম্পাদক শৈলেন কর, সিলেট জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি ধনঞ্জয় দাস ধনু, দক্ষিণ সুরমা পূজা পরিষদের সভাপতি মনমোহন দেবনাথ, সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি নিলেন্দু ভূষণ দে অনুপ, চা শ্রমিক সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালা, ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রকি দেব, ছাত্র ঐক্য পরিষদ সিলেট জেলার সদস্য সচিব পান্থ পাল প্রমুখ।
সভায় সাম্প্রদায়িকতা প্রতিরোধে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে- আসন্ন শ্যামা পূজা সম্পর্কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত দিক-নির্দেশনা বাস্তবায়ন করা। ২৩ অক্টোবর সকাল ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅবস্থান, গণঅনশন ও বিক্ষোভ মিছিল সফল করতে দলে দলে ব্যনার সহ সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সাংগঠনিক স্লোগান ছাড়া অন্য কোন স্লোগান দেওয়া চলবে না। পূজা মন্ডপ সুরক্ষিত রাখার জন্য স্ব স্ব স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত মন্ডপ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দীপাবলীর আলোকসজ্জা বা ফটকাবাজিমূলক আনন্দ অনুষ্ঠান থেকে সকলকে বিরত রাখার জন্য পাড়ায় পাড়ায় ঘরে ঘরে প্রচারণা করতে হবে। এবারের কালীপূজা একদিনে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। কালীপূজার দিন সন্ধ্যা ৬টা থেকে ৬টা ১৫ মিনিট পর্যন্ত কালো কাপড়ে মুখ ঢেকে দর্শনার্থী ও ভক্তরা স্ব স্ব মন্দিরে নিরবতা পালন করতে হবে। কালীপূজার দিন মন্দিরের সামনে কালো কাপড়ে লেখা থাকবে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও।